রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লিফলেট বিতরণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক ও গাজীপুর-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ হুমায়ুন কবির খান।
কর্মসূচিতে তিনি সাধারণ জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির সারসংক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং জনগণের প্রতি আহ্বান জানান— গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামতের এই ঐতিহাসিক আন্দোলনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে অংশ নিতে।
মোঃ হুমায়ুন কবির খান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলেই দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন ও দুর্নীতিতে জর্জরিত দেশকে মুক্ত করতে হলে একমাত্র উপায় হলো ধানের শীষের বিজয় নিশ্চিত করা। জনগণ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায় সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ মোকলেছুর রহমান ও মোঃ হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ শাহজাহান সিরাজ, আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন খান, ভিপি শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কুহিনূর ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি জনগণের দল— এই দলই একদিন গণতন্ত্র পুনরুদ্ধার করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার এবং গণতন্ত্রের পুনর্জাগরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচি ঘিরে কালিয়াকৈর বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যায়। স্থানীয় দোকানদার, পথচারী ও তরুণ ভোটাররা নেতাকর্মীদের হাতে লিফলেট নিয়ে মনোযোগ সহকারে পড়েন এবং ধানের শীষের পক্ষে শুভকামনা জানান।
লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট প্রার্থনা শেষে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “গাজীপুর-১ আসনকে পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আমরা মাঠে আছি। বিএনপির প্রতিটি কর্মী ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছাবে, তাদের জানাবে কেন পরিবর্তন দরকার, কেন ধানের শীষ দরকার। দেশের মানুষ জেগে উঠেছে, এবার গণতন্ত্র ফিরে আসবেই।”