গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালক ও মালিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কালিয়াকৈর বাস টার্মিনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক চালক ও মালিকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন দেওয়ান, সড়ক সম্পাদক মোঃ কিরণ মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অটোরিকশা চালক ও মালিকদের নানাবিধ সমস্যা, ন্যায়সংগত দাবি, পেশাগত নিরাপত্তা এবং তাদের জীবিকা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রাজনৈতিকভাবে সচেতন থেকে শ্রমিকবান্ধব নেতৃত্বকে বেছে নিতে হবে।
এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের অধিকার, জীবনমান উন্নয়ন ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হুমায়ুন কবির খানের প্রতি পূর্ণ সমর্থন জানান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় গেলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের জন্য ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।” তিনি আরও বলেন, “শ্রমিকদের ভোটই হবে পরিবর্তনের চালিকা শক্তি, তাই সকলকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভা শেষে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শ্রমিক-মালিকদের ঐক্যবদ্ধ উপস্থিতি এবং তাদের দাবি-দাওয়ার প্রতি সচেতনতা দেখে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই ঐক্য শ্রমিক অধিকার আন্দোলনকে আরও বেগবান করবে।