সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়মীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ওসি হুমায়ুন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন খাদিমপুর গ্রামের প্রাইভেটকার চালক হারুন মিয়া ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে আনিছা বেগম। আহতরা হলেন মুকিত মিয়া (৩৫), রাহিমা খাতুন (৩০), পান্না বেগম (২৩) এবং মুন্নি আক্তার (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সকাল সিলেট থেকে হবিগঞ্জগামী বাস ও তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রাইভেটকারের চালক হারুন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসক আনিছা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, বাস ও প্রাইভেটকার আটক করা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
