
নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইবোনদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের তথ্য অনুযায়ী, সকাল থেকে জমি নিয়ে ফুরা মিয়া ও শাকিল মিয়ার সঙ্গে তাদের চাচা ও চাচাতো ভাইবোনদের মধ্যে কথাকাটাকাটি চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়া সহ ১০-১২ জন দা ও লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। ফুরা মিয়া, শাকিল ও পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দেওয়ায় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে ফুরা মিয়া ও শাকিল মারা যান। গুরুতর আহত অবস্থায় মনিরা বেগম নামে একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে ১টার দিকে হাসপাতালে আনা হলে ফুরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।
ওসি আদিল মাহমুদ বলেন, ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।