
সুদানের উত্তর দারফুরের আকাশ এখন ধোঁয়ার কুণ্ডলি আর মৃত্যুর গন্ধে পূর্ণ। এল-ফাশ শহরের রাস্তাগুলো নিস্তব্ধ কবরস্থানে পরিণত হয়েছে যেখানে মানুষের কান্নার শব্দও হারিয়ে গেছে।
কয়েকদিন আগেও শান্ত-সুখী শহরটি এখন মৃতদেহের স্তূপে ভরে গেছে। অবস্থা এতটাই শোচনীয় যে, দাফনের জন্যও কেউ নেই।
জাতিসংঘ জানিয়েছে, সহিংসতা শুরুর পর থেকে শহরে আটকে থাকা সাধারণ মানুষ চরম বিপদের মুখে দিন কাটাচ্ছে। আহতরা চিকিৎসা ছাড়াই খোলা আকাশের নিচে পড়ে আছে। পানি বা অন্য কোনো সহায়তা নেই। এই ভয়াবহ সহিংসতার কারণে ইতোমধ্যেই প্রায় ৩৬ হাজার মানুষ দারফুর ছেড়ে তাভিলা শহরে পালিয়েছে। সেখানে কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে জীবনধারণ করছে।
গত সপ্তাহে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এল-ফাশ দখল করে। এই হামলায় কমপক্ষে ১,৫০০ জন নিহত হয়েছেন। জানা গেছে, শুধু একটি হাসপাতালেই ৪৬০ জন মারা গেছেন।
জাতিসংঘ ইতোমধ্যেই ২০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে, তবে মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন পর্যাপ্ত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।