সমাজ সংস্কার ও মানবসেবা মূলক আন্তর্জাতিক মানবিক সংস্থা মদিনা ইসলামি মিশন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠান ১লা নভেম্বর শনিবার নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ বাদশা মিয়া ভবনের কনফারেন্স হলে সম্পন্ন হয়।
মিশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব এম সাইফুল ইসলাম নেজামী আল কাদেরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন আল্লামা দোস্ত মোহাম্মদ (রহ.) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মদ জুননুরাইন।
উদ্বোধক ছিলেন সমাজসেবক মুহাম্মদ নাছির উদ্দীন।বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামাত উল্লাহ,সংগঠনের নীতি আদর্শ তুলে ধরন মিশনের কেন্দ্রীয় মুখপাত্র এবং জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এস এম আবুল বরকত আকাশ।
দৈনিক সময়ের কাগজ এর সহ সম্পাদক নুর মোহাম্মদ রানা।
সংগঠনের নবনির্বাচিত মহাসচিব আলহাজ্ব কাজী মাওলানা আব্দুল খালেক আল কাদেরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে নির্বাহী মহাসচিব নির্বাহী মহাসচিব এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম,শাহজাদা সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলা,আলহাজ্ব মোহাম্মদ মান্নান খান আশরাফী,আলহাজ্ব মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম চিশতী,মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আরজিয়া খলিল মঞ্জিলের একমাত্র সাজ্জাদানশীন শাহজাদা শেখ ফায়সাল করিম মাইজভান্ডারি,পাঠানটুলীস্থ খানকাহ এ হযরত অছি উল্লাহ শাহ (র:) এর মোহতামিম এ দরবার মোহাম্মদ শওকত আলী আল মাইজভান্ডারী,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ'র অথরাইজ ও লিগ্যাল অফিসার নাছির আহমদ খান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর চট্টগ্রাম মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়। মাওলানা মহিউদ্দিন আহমদ রেজা খান,মোহাম্মদ আলী রেজা মোহাম্মদ জানে আলম সহ মিশনের কেন্দ্রীয় পরিষদের দায়িত্বশীল ও আজীবন সদস্যরা স্ব স্ব মত ও অভিমত প্রকাশ করেন।
বর্ণাঢ্য আয়োজনের শেষাংশে নির্বাহী মহাসচিব এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিমের তত্ত্বাবধানে মদিনা ইসলামি মিশনের আজীবন সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। সাথে নবনির্বাচিত পরিষদকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ সৈয়দ আব্দুল মান্নান আলকাদেরী।
পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সমাপ্ত হয়।