
বগুড়ায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম ওই এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং পেশায় স্থানীয়ভাবে পরিচিত একজন বেকারি ব্যবসায়ী ছিলেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর কালবেলা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে একটি ফোন কল পেয়ে জহুরুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। ভোরে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর আরও বলেন, “আমরা ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছি। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”