
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী প্রধান রেললাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখনগর এলাকার মহাজনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে চট্টগ্রামমুখী মূল রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে।
পুলিশ ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, “ভোর ৪টার দিকে মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রামমুখী রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”