
নতুন পে-স্কেল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কিছু অর্থনীতিবিদ নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা স্বাধীনভাবে কিছু সুপারিশ দেবে। পে কমিশন সম্পর্কেও উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে এখনই কিছু বলার সময় নয়। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি।”
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণচুক্তি প্রসঙ্গে তিনি জানান, ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাওয়া যাবে না। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইএমএফ তাদের কার্যক্রম ও পরিকল্পনা পর্যালোচনা করে কিস্তি ছাড় করবে। “আমরা প্রয়োজনীয় সব তথ্য ও প্রস্তাব পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করব,” বলেন তিনি।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, যদিও বাসাভাড়া ও পরিবহন খরচ বেড়েছে। বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে। বর্তমানে বাজার পরিস্থিতি স্থিতিশীল, চালের দামও নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, কৃষি খাতের চাহিদা পূরণে সার ও অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সরকারি ক্রয় কমিটির বৈঠকে ১ লাখ ৭০ হাজার টন সার এবং ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।