
ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এসেছে পরিবর্তন। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। দুজনেরই আগামী ম্যাচগুলোতে পুরোপুরি ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। তাদের পরিবর্তে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল ও মুর্শেদ আলীকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে।
গত জুনে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান কিউবা মিচেল। তবে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে ম্যাচে তিনি দলে সুযোগ পাননি। ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডেও তাকে না রাখায় সমালোচনার মুখে পড়েছিলেন প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। সমালোচনা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন কোচ, তবে ইব্রাহিমের চোটে এবার সুযোগ মিলল কিউবার। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের সামনে এখন চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে।
কিউবার সঙ্গে ক্যাম্পে ডাক পেয়েছেন মুর্শেদ আলীও। তিনি এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ছিলেন।
জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় জাতীয় ফুটবল দলের অনুশীলন আজ (রোববার, ৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ৫-৮ নভেম্বর পর্যন্ত অনুশীলনে গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকলেও আজ হেড কোচ কাবরেরা ১৫ মিনিটের জন্য মিডিয়া সেশন উন্মুক্ত রাখবেন।