
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় সারা দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত চলাকালীন আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য লাল কেল্লা বন্ধ থাকবে বলে জানিয়েছে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।
বিস্ফোরণের উদ্দেশ্য ও টার্গেট নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য মেলেনি। তবে জনসমাগম কমাতে সাময়িকভাবে পর্যটন স্থাপনাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় নয়জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এনডিটিভির তথ্যে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন ছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। বিস্ফোরিত সাদা হুন্ডাই আই২০ গাড়িটি সন্দেহভাজন উমর মোহাম্মদের নামে নিবন্ধিত ছিল।
দিল্লি উত্তর জেলার ডিসিপি রাজা বাঁথিয়া জানান, মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ ও ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী তদন্ত করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সকালে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডেকেছেন।
বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস দিল্লিতে অবস্থানরত নাগরিকদের লাল কেল্লা ও চাঁদনী চকের আশপাশ এড়িয়ে চলতে বলেছে। পাশাপাশি, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।