
সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন প্রধান শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনা ধারণকৃত সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
জনপ্রিয় অভিনেত্রী পরীও ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে অভিযুক্ত শিক্ষককে ‘বিকৃত মানসিকতার লোক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, “কত বড় বিকৃত মানসিকতার লোক! এটা শিক্ষক হয় কিভাবে?”
ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্লাস চলাকালীন কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে ছোটাছুটি করছিল। তখন প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন। এক পর্যায়ে তিনি সামনের সারির এক ছাত্রীকে ডাস্টারের আঘাত করে মাথায় মারেন, যার ফলে সে রক্তাক্ত হয়। মর্মান্তিকভাবে, মাথা ফেটে রক্ত ঝরতে থাকলেও শিক্ষক তাকে বসতে দেননি এবং মেঝেতে পড়া রক্ত অন্য একজন শিক্ষার্থীকে মুছতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা শিক্ষকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একাধিক মন্তব্যে বলা হয়েছে, “এমন নির্দয় আচরণ মেনে নেওয়া যায় না। শিক্ষককে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে শাস্তি দেওয়া উচিত।”