
২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দল পুরো প্রস্তুতি শুরু করেছে। আগামী শনিবার সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে তাদের বিশ্বকাপ প্রস্তুতি কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ নভেম্বর তারা তিউনিসিয়ার সঙ্গে মুখোমুখি হবে।
বিশ্বকাপের আগে আরও কিছু প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, আগামী মার্চে দুইটি প্রীতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল। ২৮ মার্চ ফ্রান্সের বিপক্ষে ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে। তিন দিন পর, ৩১ মার্চ, অরল্যান্ডোতে তারা ক্রোয়েশিয়ার সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি, ব্রাজিল ও ফ্রান্সের ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন নিয়ে একমত হয়েছে।
ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, ফ্রান্স আগামী বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে জয় পেলে তাদেরও বিশ্বকাপ টিকিট নিশ্চিত হবে। ফ্রান্সও ব্রাজিলের ম্যাচের পর আরও একটি প্রীতি ম্যাচ খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো বা যুক্তরাষ্ট্র।