গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচি বর্জন করে মোটরসাইকেল শোডাউন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে টঙ্গীর হযরত রোড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী মিলগেট এলাকায় শোডাউনটি শেষ হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান (কালা) ও গাজীপুর মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাশেদুল ইসলাম কিরণ বলেন, “কথিত লকডাউনের নামে দেশে অঘোষিত কারফিউ জারি করার চেষ্টা চলছে। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাবে।”
শোডাউনে শতাধিক মোটরসাইকেল ও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।