
চট্টগ্রামের হাটহাজারীতে গত তিন দিনে চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটির পরিচয় শনাক্ত করা গেলেও একটির পরিচয় এখনও অজানা।
বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে হাটহাজারীর চৌধুরীহাট পশ্চিমে ঠান্ডাছড়ি এলাকার সুলতান কোম্পানির বাড়ির সামনে পাকা রাস্তার পাশে সিএনজিচালিত অটোরিকশায় মো. জাফর নামে এক ব্যক্তির মরদেহ ফেলার সময় স্থানীয়দের সহায়তায় মো. রুবেল (৩২)কে আটক করে পুলিশ। ঘটনার চার ঘণ্টার মধ্যে জান্নাতুল ফারিয়া রিয়া প্রকাশ রিয়া মনি (২০) ও শিরু আক্তার (৪৫) কেও গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার (১০ নভেম্বর) পৌর সদরের পশ্চিমে আলমপুর জুন নুরাইন মাদ্রাসাসংলগ্ন একটি মাছের প্রজেক্ট থেকে ৫০-৬০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহ এবং বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেইট থেকে এক মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলার মুনিয়া পুকুরপাড় এলাকার মুন্সি বাড়ির রেল লাইন সংলগ্ন ডোবায় আরও একটি অজ্ঞাত মরদেহ পাওয়া যায়।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, শনাক্ত হওয়া মরদেহগুলো পরিবারকে হস্তান্তর করা হয়েছে। তবে মদুনাঘাটের অর্ধগলিত মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি।