
টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে যাওয়ার সময় মায়ের কোল থেকে দুই বছর বয়সী বোরহান ডুবে মারা গেছে। একই ঘটনায় আরও তিন শিশুসহ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার নেকীবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বোরহান শেরপুর সদরের কুসুমহাটী গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। শিশুটিকে মা বন্যা সাভারের কোনাবাড়ী থেকে শেরপুর নিয়ে যাচ্ছিলেন।
মধুপুর থানার এসআই আরিফ জানান, শেরপুরের দিকে যাওয়ার সময় রৌমারীগামী বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে। এ সময় শিশুটি মায়ের কোল থেকে পড়ে পানিতে ডুবে যায়।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলীর নেতৃত্বে উদ্ধার অভিযান চালায়। কচুরিপানার নিচ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।