
ভোলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন শাজাহান মীর (৭০), মোহাম্মদ আলী মৃধা (৬০), অপূর্ব পাটওয়ারী (১৮) ও মঞ্জুর আলম (২৫)। তারা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অবৈধ বালু উত্তোলনকারী কাচিয়ার চরে বালু উত্তোলন করে আসছিল। প্রতিবাদ করতে গেলে ৭-৮ জন সন্ত্রাসী স্পিডবোটে এসে এলোপাতাড়ি গুলি চালায়। আহতরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাজাহান মীর বলেন, এলাকার নদী ভেঙে যাওয়ায় তারা বালু উত্তোলন বন্ধের চেষ্টা করলে অস্ত্রধারীরা তাদের ওপর গুলি চালায়।
অভিযুক্ত চকেট জামাল দাবি করেন, তার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই এবং তার লোকজন ঘটনাস্থলে যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ জানান, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।