
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (১৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩১ জনে।
একই সময়ে নতুন করে ৭৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা সিটি করপোরেশনের ৩৪৭ জন এবং বাকি রোগীরা দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন।
বছর শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৩,৮৫৮ জন। তাদের মধ্যে ৮০,২৪৩ জন ছাড়পত্র পেয়েছেন।