লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল সেনেগালকে ২-০ গোলে পরাজিত করেছে। কার্লো আনচেলত্তির অধীনে এটি ছিল কঠিন পরীক্ষা, যা মূলত প্রথমার্ধের দুই গোলেই শেষ হয়ে যায়।
ম্যাচের ২৭ মিনিটে ব্রুনো গিমারাইসের পাস থেকে এস্তেভাও এক দুর্দান্ত একটাচ শটে গোল করেন। ৮ মিনিট পর রদ্রিগোর ফ্রি-কিক থেকে অধিনায়ক ক্যাসেমিরো বক্সের ভেতর নিখুঁত শটে গোল নিশ্চিত করেন। ভিএআর যাচাইয়ের পরই দ্বিতীয় গোল বৈধ ঘোষণা করা হয়।
শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ছিল। মাতেউস কুনহার শট পোস্টে লাগে, আর ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার প্রচেষ্টা রুখে দেন সেনেগালের গোলরক্ষক মেন্ডি। প্রথমার্ধের শেষ দিকে সেনেগাল একাধিক আক্রমণ চালালেও ব্রাজিলের ডিফেন্ডাররা কার্যকরভাবে ব্লক করে গোল রোধ করেন। বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়র ও কুলিবালির মধ্যে উত্তেজনাকর ধাক্কাধাক্কি হয়, তবে রেফারি কার্ড দেখাননি।
দ্বিতীয়ার্ধে সেনেগাল বল দখলে এগিয়ে গেলেও কার্যকরভাবে গোল করতে পারেনি। ব্রাজিল দ্রুত পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করেছে। ৫৮,৬৫৭ দর্শক উপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও ব্রুনো গিমারাইস কয়েকটি আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত কোনো গোল হয়নি। এই জয়ের মাধ্যমে ব্রাজিল সেনেগালের বিপক্ষে প্রথমবার মাঠের লড়াইয়ে জয় পায়। পরবর্তী ম্যাচ তারা খেলবে ফ্রান্সের লিলেতে তিউনিসিয়ার বিরুদ্ধে।