
অস্কারজয়ী আরআরআর এর পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি। গতকাল হায়দরাবাদে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁর নতুন ছবি ‘বানারাসি’র নাম ও প্রথম ঝলক প্রকাশ করা হয়। ছবির প্রধান চরিত্রে আছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ঝলক ব্যাপক সাড়া ফেলেছে।
রামোজি ফিল্ম সিটিতে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে শুরু হয় নাম উন্মোচনের অনুষ্ঠান। ভক্তদের স্লোগান “জয় বাবু, জয় জয় বাবু!” মঞ্চে রীতিমতো উৎসবের আমেজ সৃষ্টি করে। অনুষ্ঠানেই শ্রুতি হাসান পরিবেশন করেন ‘বানারাসি’র গান ‘সঞ্চারী’, যার সুরকার অস্কারজয়ী এম এম কিরাবাণী। তিনি ছবির প্রধান খলনায়ক কুম্ভ চরিত্রটির পরিচিতিও তুলে ধরেন, যেখানে অভিনয় করেছেন পৃথ্বীরাজ।
এছাড়া প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে মন্দাকিনী চরিত্রে আর মহেশ বাবু হাজির হয়েছেন রুদ্র রূপে।
এলইডি স্ক্রিনে প্রদর্শিত প্রথম ঝলকে উঠে আসে ছবির বিশালতার ইঙ্গিত। গল্পের পরিসর ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাসে প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সময় পর্যন্ত।
রাজামৌলি জানান, ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ রামায়ণের একটি অধ্যায় থেকে অনুপ্রাণিত। তাঁর কথায়, ছোটবেলা থেকেই মহাভারত-স্তরের একটি স্বপ্নের ছবি বানানোর ইচ্ছে ছিল। বানারাসি সেই ভাবনারই অংশ।
পরিচালক আরও বলেন, “৬০ দিন শুট করেছি। প্রতিটি দিন ছিল নতুন চ্যালেঞ্জ। বলতে পারি, আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সিনেমা হতে যাচ্ছে এটি। মহেশের ক্যারিয়ারেও এটি একটি বড় মুহূর্ত।”
ছবির কিছু অংশ আইম্যাক্স ফরম্যাটে শুট করা হয়েছে, যার কয়েকটি দৃশ্য দেখানো হয় ১০০ ফুট এলইডি স্ক্রিনে।
পৃথ্বীরাজ বলেন, “এটা ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। রাজামৌলি আবারও ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চলেছেন আরও বড় আকারে।”, প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “রাজামৌলি স্যার সত্যিকারের দূরদর্শী। আমাকে ‘মন্দাকিনী’ রূপে ভাবার জন্য আমি কৃতজ্ঞ।”
ছবিটি প্রযোজনা করছে শ্রীদুর্গা আর্টস ও শোয়িং বিজনেস। বানারাসি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৭ সালে।