এপেক্স বাংলাদেশের জেলা-৮ এর অন্যতম ক্লাব এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর ১১তম এজিএম-২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি এপেক্সিয়ান মঞ্জুরুল হাসান মন্জু ও সেক্রেটারি এপেক্সিয়ান শাহিদুল ইসলাম সবুজ নির্বাচিত হয়।
আজ রাতে নোয়াখালীর চৌমুহনী রাজ দরবার কনভেনশন হলে জমকালো আয়োজনের এজিএম এর তিন নির্বাচন কমিশনার প্যানেল যথাক্রমে এপেক্সিয়ান মিজানুর রহমান, ডাঃ এএফএম আমিনুল ইসলাম ও ডাঃ শরিফুল ইসলাম আগামী ২০২৬ সালের ক্লাবের কমিটি ঘোষণা করেন। সভাপতি ও সেক্রেটারি ছাড়া ও বোর্ডের অন্য সদস্যরা যথাক্রমে, সিনিয়র সহ-সভাপতি এপে. আহমেদ হোসাইন, জুনিয়র সহ-সভাপতি এপে. নূর মোহাম্মদ, আইপিপি এপে. মোঃ সফি উদ্দিন, ট্রেজারার এপে. আবদুল্লাহ আল মামুন, সার্ভিস ডিরেক্টর এপে. নজরুল ইসলাম, মেম্বারশীপ এন্ড এ্যাটেন্ডেস ডিরেক্টর এপে. নুরুল করিম নোমান, ফেলোশীপ এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. নিজাম উদ্দিন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. মোহাম্মদ আলী, সার্জেন্ট এ্যাট আর্মস এপে. অলি উল্যাহ্ ইয়াছিন নাম ঘোষণা করা হয়।
ক্লাবের ২০২৫ বর্ষের সভাপতি এপেক্সিয়ান মো: সফি উদ্দিনের সভাপতিত্বে, জেলা-৮ এর ২০২৬ সালের জেলা গর্ভনর প্রার্থী এপেক্সিয়ান ইয়াসিন সুমন এর সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি মনিরুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি জেলা-৮ এর গর্ভনর এপেক্সিয়ান সাখাওয়াত সোহেল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লি: এর স্বত্বাধিকারী ও লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ জালাল উদ্দিন লিটন। চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও এপেক্সিয়ানবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরে অতিথিদের মাঝে গিফট অন অনার তুলে দেয়া হয়, অনুষ্ঠানের শেষে সকলের জন্য ক্লাবের পক্ষ থেকে মেজবানির আয়োজন করা হয়।