
ম্যানচেস্টার সিটিতে হলান্ডের ছায়ায় থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এবার প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) এর নজরে পড়েছেন। লুইস এনরিকে তাকে নিজের আক্রমণভাগের ভবিষ্যৎ হিসেবে দেখতে চাইছেন। আলভারেজও আগ্রহী, তবে সমস্যা একটাই: অ্যাথলেটিকো মাদ্রিদের দাবি ১২০ মিলিয়ন ইউরো।
পিএসজি ২০২৪ সালেও আলভারেজকে চাইেছিল, তখনও আলোচনায় এগিয়েছিল দুই পক্ষ। তবে শেষ পর্যন্ত আলভারেজ ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাথলেটিকোকে বেছে নেন। এবার পরিস্থিতি ভিন্ন; এনরিকে মনে করেন, আলভারেজ হল সেই বহুমুখী ৯ নম্বর, যিনি প্রেসিং, পজিশনিং এবং লিংক-আপ প্লেতে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারেন।
অ্যাথলেটিকোয় আসার পর আলভারেজের পারফরম্যান্স চোখে পড়ার মতো প্রথম মৌসুমে ২৯ গোল ও ৮ অ্যাসিস্ট, চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১৩ গোলের অবদান। সিমিওনের অধীনে নিয়মিত খেলার সুযোগ পেয়ে প্রমাণ করেছেন, ইংল্যান্ড ছেড়ে আসা সিদ্ধান্ত সঠিক ছিল।
তবে অ্যাথলেটিকোর অবস্থান অনড়। ক্লাব জানিয়েছে, ১২০ মিলিয়ন ইউরোর নিচে কোনো আলোচনায় বসা হবে না। পিএসজি এটিকে অযৌক্তিক মনে করছে, কারণ তারা একাধিক পজিশন শক্তিশালী করতে চায়। আলভারেজ যদিও প্রিমিয়ার লিগে ফেরার আগ্রহ দেখাননি এবং পিএসজির প্রস্তাব শুনতে প্রস্তুত, সবকিছু নির্ভর করছে অ্যাথলেটিকোর সিদ্ধান্তের ওপর।