
কক্সবাজারের উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে রোববার (১৬ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে ক্যাম্পের ই ব্লক সংলগ্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরএসও কমান্ডার মোহাম্মদ শফিকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সশস্ত্র সদস্য মুন্না গ্রুপের সদস্য দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তার ডান ঊরুতে দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করেন।
পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হলে, হাসপাতালের পথে তার মৃত্যু হয়।
ঘটনার সময় গুলির শব্দে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়, তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, মৃত দেলোয়ার হোসেনের বাড়ি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে, এবং তার বাবা বশির আহ্মদ। তিনি মুন্না গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত আরএসও সদস্য শফিক, নুর মোহাম্মদ, আজিজসহ কয়েকজনকে শনাক্ত করেছে এবং মামলা তদন্ত করছে।