
রাজধানীর খিলক্ষেত থানা এলাকার কুড়িল ঘাটপাড়ে একটি ভাড়া বাসা থেকে শিলা খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমান হাউজিংয়ের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত শিলা খাতুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া গ্রামের মৃত আনোয়ারের মেয়ে। তিনি স্বামী মিজানুর রহমানের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।
মৃতের বোন সুমা জানান, পরিবারে কলহের কারণে শিলা দীর্ঘদিন ধরেই মানসিক চাপের মধ্যে ছিলেন। সকালে সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকায় তিনি একা ঘরে যান। অনেকক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
শিলাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশকে অবহিত করা হয়েছে।