ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দুর্বৃত্তদের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে কামালদী এলাকায় তারা গাছ কেটে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।
এর আগে গোপালপুর ও মেলকাইসহ বিভিন্ন স্থানে মোট ১২টি মোটা গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে সড়ক সম্পূর্ণভাবে স্বাভাবিক করা হয়।
টেকেরহাট পোর্ট স্থল কাম-নদী ফায়ার স্টেশনের লিডার মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ভোর ৫টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানো শুরু করা হয় এবং দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন বলেন, দুর্বৃত্তরা গাছ ফেলে পালিয়ে যায়, পরে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ধারণা করা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
