এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে জাতীয় স্টেডিয়াম পরিণত হয়েছিল এক আবেগঘন রণক্ষেত্রে। এই ম্যাচটি নিছক তিন পয়েন্টের লড়াই ছিল না; এটি ছিল দীর্ঘ ২২ বছরের বন্ধ্যাত্ব ঘোচানোর এক ঐতিহাসিক সুযোগ।
গ্যালারির গর্জন যখন আস্থার সুরে পরিণত হলো, তখন বাংলাদেশ দল সেই আস্থাকে সম্মান জানাল। ম্যাচের একাদশ মিনিটে পাওয়া গোলটি যেন পুরো দলের শিরায় সঞ্চারিত করল অপ্রতিরোধ্য উদ্দীপনা।
সুশৃঙ্খল রক্ষণ, মাঝমাঠের আধিপত্য এবং প্রতি-আক্রমণে ধার এই তিনের নিখুঁত রসায়নে ভারত শিবিরকে কোণঠাসা করে রাখে বাংলার দামাল ছেলেরা। শেষ পর্যন্ত, চরম চাপ ও স্নায়ুক্ষয়ের মাঝেও লিড ধরে রেখে বাংলাদেশ শুধু জয়ই তুলে নিল না, দেশের ফুটবলে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম দিল। এই জয় আগামীর ফুটবলের জন্য এক সোনালী সূচনা।