গভীর রাতে রাজধানীর গুলিস্তানের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পাঠানো খুদে বার্তায় জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের মার্কেটের একটি ভবনে আগুন ধরা পড়ে। খবর পাওয়ার পর রাত ১২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ছয়তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
ফায়ার সার্ভিস আরও জানায়, রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
