
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে তার দেশ আবারও কূটনৈতিক উদ্যোগ সক্রিয় করার চেষ্টা করবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে মাদ্রিদে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, “এ ধরনের কঠিন পরিস্থিতিতেও পাশে অটল সমর্থন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি জানান, আগামী বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনে ‘ন্যায্য শান্তি’ প্রতিষ্ঠার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হবে।
জেলেনস্কির ভাষায়, “আমার ধারণা, এরদোগানের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ আলোচনার জন্য যথেষ্ট হবে।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকেও কিছু গুরুত্বপূর্ণ সংকেত পাওয়া গেছে। তবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে তিনি অনাগ্রহ প্রকাশ করেন।