
থাইল্যান্ডের পাক ক্রেটে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়। এ উপলক্ষে প্রতিযোগীদের বিভিন্ন কার্যক্রম ও বাছাই শুরু করেছে আয়োজকরা। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
মিথিলা মঞ্চে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প জামদানি শাড়ি। তাঁর জাতীয় পোশাকটি বাংলাদেশের রাজকীয় ঐতিহ্য ফুটিয়ে তোলে। মিথিলা সামাজিক মাধ্যমে লিখেছেন, “মিস ইউনিভার্স মঞ্চে জাতীয় পোশাক হিসেবে আমি একটি রাজকীয় জামদানি শাড়ি পরেছি, যা আমাদের ঐতিহ্যের জীবন্ত উত্তরাধিকার। প্রতিটি সুতায় নিহিত শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন সৌন্দর্য।”
এই বিশেষ শাড়িটি সম্পূর্ণ হাতে বোনা এবং তৈরি করতে লেগেছে ১২০ দিনেরও বেশি সময়। শাড়ির ডিজাইন করেছেন আফ্রিনা সাদিয়া সৈয়দা। মিথিলার শাড়িতে ফুটেছে শাপলা মোটিফ, যা বাংলাদেশের জাতীয় ফুল। একই শাপলা নকশা ব্যবহৃত হয়েছে তাঁর সোনার গহনাতেও, যা স্টোরি লরা খান ডিজাইন করেছেন।
জামদানি শাড়ি ১৭ শতকের মোগল যুগ থেকে বাংলাদেশে জনপ্রিয়, এবং ২০১৩ সালে ইউনেস্কো এটিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। মিথিলার শাড়িটি সেরা সুতির তন্তু এবং স্বর্ণালি জরি মোটিফ দিয়ে সজ্জিত, যা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তাঁতশিল্পীরা নিপুণভাবে বোনেছেন।
উল্লেখ্য, তানজিয়া মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ এর মুকুট জয় করার পর ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছেন। দেশের পতাকা নিয়ে মঞ্চে প্রতিটি ধাপ অতিক্রম করছেন তিনি, মুকুট জয়ের প্রত্যাশা নিয়ে।