
থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের চূড়ান্ত পর্ব। বিশ্বের ১২১টি দেশের সুন্দরীদের মধ্যে বাংলাদেশের পতাকা বহন করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকাল জানা যাবে, কে উঠবেন ‘মিস ইউনিভার্স ২০২৫’ এর মুকুটে।
গতকাল (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব ‘ন্যাশনাল কস্টিউম রাউন্ড’। এই পর্বে প্রতিযোগীরা তাদের দেশের ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চ মাতান। মিথিলা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাদা রঙের ঢাকাই জামদানি শাড়িতে, যেখানে বুননের মাধ্যমে ফুটানো হয়েছে জাতীয় ফুল শাপলার মোটিফ। তিনি নিজের লুক সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, “মিস ইউনিভার্স বাংলাদেশ-এর ন্যাশনাল কস্টিউম দ্য কুইন অব বেঙ্গল।”
পারফরম্যান্স শেষে ফেসবুক লাইভে মিথিলা জানান, তিনি তার পারফরম্যান্স এবং কস্টিউম নিয়ে সন্তুষ্ট। দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাকে তিনি আবেগপ্রবণ উল্লেখ করেছেন এবং বলেছেন, “মঞ্চে থাকলে নিজের দেশকে উপস্থাপন করার সাহস ও শক্তি কত প্রয়োজন তা বোঝা যায়।”