
কুমিল্লার তিতাসে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল মতিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—জুলেখা বেগম (৫৫), তার মেয়ে রেহেনা আক্তার (৩১), শিমু আক্তার (১৫), ছেলে মো. সোহাগ মিয়া (২৯), নাতিন অনিকা আক্তার (১৭), নাতি মো. তামিম (৮) ও নাতিন জামাই সজিব মিয়া (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেন।
আহতদের পক্ষে শাহিনা আক্তার তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, মৃত আব্দুল মতিনের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী সেকান্দর, ইয়াসিন, হেলালদের পরিবার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িত ছিল। বুধবার সকালে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি বাড়তে থাকে। এরপর ইয়াসিন, হেলাল, ইসমাইল, মারুফ ও তারেকসহ ১৫-২০ জন দলবদ্ধভাবে হামলা চালিয়ে আহতদের লাঠিসোটা দিয়ে পেটান এবং ঘরের সামনে ফেলে চলে যায়। আগেও মঙ্গলবার বিকেলে একই কায়দায় হামলা চালানো হয়েছিল।
বাদী শাহিনা জানান, বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই, মা ও বোনদের ওপর ধারাবাহিক হামলা হয়েছে। তারা হত্যার উদ্দেশ্যে জায়গা দখলের চেষ্টা করেছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি করেছেন।
তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।