
শ্রীলংকান নৌবাহিনীর গৌরবময় ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিতব্য 'আন্তর্জাতিক ফ্লিট রিভিউ'তে অংশগ্রহণের উদ্দেশ্যে বৃহস্পতিবার (২০-১১-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বিএনএস) 'প্রত্যয়' চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।
আগামী ২৭ হতে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক মিলনমেলায় অংশগ্রহণ করে দেশের সামরিক সক্ষমতা ও পেশাদারিত্ব তুলে ধরবে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর প্রথাগত রীতি অনুযায়ী, সুসজ্জিত বাদকদল কর্তৃক বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে প্রেরণাদায়ী দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী নৌ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
বিএনএস 'প্রত্যয়'-এর অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়া-এর নেতৃত্বে ২৯ জন কর্মকর্তাসহ মোট ১৫০ জন নৌ সদস্যের এই দল আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সামরিক বিশেষজ্ঞ এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশ নেবে।
বিগত বছরগুলোতেও বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করে তাদের উচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা বহির্বিশ্বে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নিয়মিত মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
এই সফরের মাধ্যমে আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়া ছাড়াও নৌ সদস্যদের পেশাগত মান আরও উন্নত হবে বলে আশা করা যায়।
আন্তর্জাতিক ফ্লিট রিভিউ শেষে বিএনএস ‘প্রত্যয়’ আগামী ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দরে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।