
ঢাকার বংশালের কসাইটুলিতে শক্তিশালী ভূমিকম্পের পর একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের ঠিক পরপরই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূমিকম্পে দুলতে থাকা ভবনটির রেলিং হঠাৎ ভেঙে সড়কে পড়ে তিনজন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের ধাক্কায় ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।