আজ ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে, প্রধান উপদেষ্টা অধ্যাপক, মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, দেশের তিন বাহিনীর প্রধান।
ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সাক্ষাতের আগে, অধ্যাপক ইউনূস মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। এতে দেশের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে সংলাপ বিনিময় হয়।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে সম্মানজনক ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত আনুষ্ঠানিক আয়োজনে, এই পদক তুলে দেওয়া হয়।