আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণিল ও জাঁকজমকপূর্ণ আয়োজন। এশিয়া অঞ্চলের ১২টি দেশের মোট ৩০ জন সফল, উদ্যমী ও অগ্রগামী পুরুষকে প্রদান করা হলো মর্যাদাপূর্ণ ‘ম্যানস অ্যাওয়ার্ড’।
দুবাই ক্রীকপারস্থ পাঁচ তারকা হোটেল শেরাটনের বলরুমে বসে এই জমকালো আয়োজন। অংশ নেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিভিন্ন পেশার প্রায় চার শতাধিক সফল পুরুষ। গঠিত হয় বিশেষ জুরি বোর্ড, যার মাধ্যমে নির্বাচিত হন ৩০ জন সম্মানপ্রাপ্ত ব্যক্তি।
সাংবাদিকতাসহ বিভিন্ন পেশাগত অবদানের ভিত্তিতে পুরস্কৃত করা হয় তিন দেশের তিনজন মিডিয়া ব্যক্তিত্বকে। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রবাসী সাংবাদিক ও সময় টিভির প্রতিনিধি শিবলী আল সাদিক।
অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল আরব আমিরাতভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রবি চৌধুরী জানান—বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরুষ দিবসকে কেন্দ্র করে তারা আয়োজন করেছেন এধরনের অনুষ্ঠান। এবার পেয়েছেন ব্যাপক সাড়া, ভবিষ্যতেও আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব ও বো আব্দুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ড. বো আব্দুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জুমা বিন মাকতুমসহ আরব বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকেও অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিরা।
পুরুষের জীবনের সংগ্রাম, পরিবার গঠন, শান্তি প্রতিষ্ঠা ও সমাজে অবদান তুলে ধরে প্রদর্শন করা হয় একটি বিশেষ ভিডিও রিপোর্ট। আয়োজকদের মতে, সমাজে পুরুষের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতেই ‘ম্যানস অ্যাওয়ার্ড’ এর আয়োজন।
ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, এআই বিশেষজ্ঞ, কনটেন্ট ক্রিয়েটর, সংগীতশিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার সফল ব্যক্তিরা পান এ সম্মাননা।
অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার গল্প। পাশাপাশি তুলে ধরা হয় আরব অঞ্চলের ঐতিহ্যও। সংগীত পরিবেশন করেন এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা।
শীতের শুরুতে দুবাইয়ে এমন জমকালো আয়োজন উপস্থিত সকলকে মুগ্ধ করে।