মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ইনিংস চলাকালীন হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়। সকাল থেকে বাংলাদেশ কোনো উইকেট নিতে পারছিল না হ্যারি টেক্টর ও ডোহানির জুটি দীর্ঘ সময় ধরে ভাঙতে পারছিল না।
ভূমিকম্পের প্রভাবে প্রেসবক্সের পাঁচতলা থেকে সাংবাদিকরা দ্রুত নেমে যান। গ্যালারির দর্শকরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করতে থাকেন। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স এবং ধারাভাষ্যকার আতাহার আলী খান ও এইড রেইনসফোর্ডও ভূমিকম্পের সময় আতঙ্কিত ছিলেন।
এই ঘটনা খেলার গতিতে সামান্য বিরতি আনে, খেলা ৩ মিনিটের জন্য বন্ধ থাকে। বিরতি শেষে খেলা পুনরায় শুরু হয় এবং তিন বলের মধ্যে তাইজুল ইসলাম দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে আয়ারল্যান্ডের জুটি ভাঙেন।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের জন্য গর্বের খবর অ্যাশেজ সিরিজে প্রথমবার টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ। তিনি আইসিসির এলিট প্যানেলের একজন অভিজ্ঞ আম্পায়ার। শরফুদ্দৌলা ইতিমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বোর্ডার–গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় চতুর্থ টেস্টে টিভি স্ক্রিনের মাধ্যমে নিজের বিচক্ষণতা ও সঠিক সিদ্ধান্তের জন্য আন্তর্জাতিক ক্রিকেট মহলে প্রশংসা কুড়িয়েছিলেন।
অ্যাশেজে নিয়ম অনুযায়ী সিরিজের অংশ নেওয়া দুই দেশের কোনো আম্পায়ারকে মাঠে রাখা হয় না। এজন্য শরফুদ্দৌলা টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন। ব্রিসবেন টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজে প্রথমবার দেশের আম্পায়ারকে উপস্থিতিতে গর্বিত হতে পারেন।