
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশপথে উড়তে যাওয়া বড় এয়ারলাইনগুলোকে ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি’ সম্পর্কে সতর্ক করেছে। সংস্থাটি বিমানগুলোর নিরাপত্তা বজায় রেখে সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে বাণিজ্যিক বিমানগুলোর জন্য ঝুঁকি তৈরি হতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বড় উপস্থিতি লক্ষ্য করা গেছে, যার মধ্যে অন্তত আটটি যুদ্ধজাহাজ ও এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকে মাদকবাহী নৌকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র সরাসরি যাত্রী ও কার্গোবাহী বিমান ভেনেজুয়েলায় পাঠাচ্ছে না। তবে কিছু এয়ারলাইন নির্দিষ্ট রুটে আকাশপথ ব্যবহার করে থাকে। এফএএ জানিয়েছে, ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়তে হলে কমপক্ষে ৭২ ঘণ্টা আগে জানাতে হবে, যদিও পুরোপুরি নিষেধাজ্ঞা নয়।
সংস্থাটি আরও জানিয়েছে, সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলায় স্যাটেলাইট নেভিগেশন হস্তক্ষেপ বেড়েছে। এছাড়া সামরিক প্রস্তুতি ও উন্নতমানের অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাণিজ্যিক বিমানগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।