
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। তাদের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রাখা আছে। শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে বড় ভাই নুরু খান আগে থেকে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে স্পৃষ্ট হন। দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, লাশ এখনও থানায় রাখা আছে। বিনা ময়নাতদন্তে দাফনের জন্য জেলা প্রশাসকের কাছে পরিবারের আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার পর লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।