আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে, জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনসহ সকল ধরনের তথ্য সংশোধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আজ বিকেল ৪টা থেকে কার্যকর হওয়া এই নির্দেশনা চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিংবা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত।
ইসি জানিয়েছে—ভুল তথ্য বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঠেকাতে এবং নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।