রেকর্ড ভাঙা–গড়া লিওনেল মেসির জন্য এখন রুটিনের মতো। আজ ভোরে ইন্টার মায়ামি ও সিনসিনাটির ম্যাচে তিনটি অ্যাসিস্ট যোগ করে মেসি ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার হয়েছেন। তিনি কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের ৪০৪ অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন।
মেসি ১,১৩৫ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন, যার মধ্যে ক্লাবের হয়ে ৩৪৩ এবং আর্জেন্টিনার হয়ে ৬১টি অ্যাসিস্ট। এই মুহূর্তে পুসকাসকে ছাড়িয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার।
অ্যাসিস্টের অন্যান্য শীর্ষ খেলোয়াড়রা হলেন, পেলে – ৩৬৯ অ্যাসিস্ট; ব্রাজিলের কিংবদন্তি, তিনটি বিশ্বকাপ জয়ী। ইয়োহান ক্রুইফ – ৩৫৮ অ্যাসিস্ট; ‘টোটাল ফুটবল’-এর পথিকৃৎ, নেদারল্যান্ডস ও বার্সেলোনার হয়ে খেলে। টমাস মুলার – ৩৫৩ অ্যাসিস্ট; জার্মান স্ট্রাইকার, বায়ার্ন মিউনিখ ও ভ্যানকুভার হোয়াইটক্যাপসের হয়ে খেলছেন।
মেসির নতুন রেকর্ডে ফুটবল বিশ্বের নজর এখন আরও একবার তার দিকে। তার ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য কেবল সময়ই দেখাবে, তবে এই মুহূর্তে মেসি এবং পুসকাস যৌথভাবে অ্যাসিস্ট তালিকার শীর্ষে রয়েছেন।