পাকিস্তান ট্রেডিং করপোরেশন (টিসিপি) বাংলাদেশে সরবরাহের জন্য এক লাখ টন সাদা চাল (আইআরআরআই-৬) কেনার উদ্দেশ্যে দরপত্র আহ্বান করেছে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) জারি হওয়া দরপত্রের খবর আজ সোমবার প্রকাশ হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত হয়েছে আগামী ২৮ নভেম্বর, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা।
টিসিপি জানিয়েছে, এই চাল করাচি বন্দর দিয়ে ‘প্যাকেটজাত’ মালবাহী জাহাজে পাঠানো হবে। দরপত্রে বলা হয়েছে, চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত এবং সর্বশেষ মৌসুমের হতে হবে। এতে কোনো অস্বাভাবিক গন্ধ, ছত্রাক, ক্ষতিকর আগাছার বীজ, পোকা বা সংক্রমণ থাকা যাবে না। চুক্তি অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে চাল প্রস্তুত থাকতে হবে, আর দরপত্র জমা দেওয়ার পর মূল্যপ্রস্তাব ২১ কার্যদিবস পর্যন্ত বৈধ থাকবে।
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নয়নের ধারাবাহিকতায় চলতি বছর দ্বিতীয় ধাপে এক লাখ টন চাল রপ্তানি করা হচ্ছে। ফেব্রুয়ারিতে সরকারি পর্যায়ে শুরু হওয়া সরাসরি বাণিজ্যের আওতায় বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করেছে। ব্যবসায়ীরা এই নতুন দরপত্রকে বাংলাদেশের বাজারে পাকিস্তানি চাল অন্তর্ভুক্তির সম্ভাবনার সঙ্গে যুক্ত করছেন।