
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। এবারের আসরে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে।
যদিও এখনো বিশ্বকাপের পূর্ণ সূচি ঘোষিত হয়নি, তবে ভারত–পাকিস্তান ম্যাচসহ গ্রুপ বিন্যাসের বিষয়টি জানিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
সর্বশেষ এশিয়া কাপেও একই গ্রুপে পড়েছিল দুই দল। ফাইনালেও মুখোমুখি হয়েছিল তারা। সেই আসরে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর ভারতীয় সিদ্ধান্ত এবং চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়া এসব বিতর্কের পর এবারই প্রথম আবার মুখোমুখি হবে দুই পক্ষ।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ভারত–পাকিস্তানের গ্রুপে আরো আছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। দেশের মাটিতেই নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা যথাক্রমে দিল্লি ও আহমেদাবাদে। আর ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে হবে গ্রুপের সবচেয়ে আলোচিত ম্যাচ। শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করছে এবারের আসর।
পূর্বের মতো এবারও ২০ দল চারটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল উঠবে সেমিফাইনালে, পরে অনুষ্ঠিত হবে ফাইনাল।
সুপার এইটে উঠতে পারলে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল হবে মুম্বাইয়ে। ফাইনালের ভেন্যু ঠিক করা হয়েছে আহমেদাবাদে; তবে পাকিস্তান ফাইনালে পৌঁছালে ম্যাচটি সরিয়ে নেওয়া হবে শ্রীলঙ্কার কলম্বোতে।