
আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক্সে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
মুজাহিদ জানান, পাকিস্তানের ‘আগ্রাসী বাহিনী’ এক বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে পাঁচ ছেলে, চার মেয়ে ও এক নারীসহ মোট ১০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া কুনার ও পাকতিকা সীমান্ত অঞ্চলে চালানো আলাদা হামলায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান–আফগানিস্তান সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ইসলামাবাদের অভিযোগ, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে কাবুল।
গত ৯ অক্টোবর কাবুলে বড় ধরনের বিস্ফোরণের দায় পাকিস্তানের ওপর চাপায় তালেবান সরকার। এরপর থেকে দুই দেশের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে। সংঘাতে এখন পর্যন্ত ৭০ জনেরও বেশি নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।
দুই দেশের মধ্যকার ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। গত ১৯ অক্টোবর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা স্থায়ী হয়নি।
এদিকে সীমান্ত উত্তেজনা কমাতে গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে তৃতীয় দফা বৈঠকে বসে দুই দেশ। তবে কাবুল কোনো লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হওয়ায় আলোচনাটি ব্যর্থ হয়।