
চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে হঠাৎ গুদামে আগুন লাগলে মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তদন্তের পর বিষয়টি জানানো হবে।
এদিকে তার আগে সন্ধ্যা সোয়া ৫টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বস্তির বহু ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।