
পাকিস্তান ভারতীয় মুসলিমদের ওপর বাড়তে থাকা চাপ ও ঐতিহাসিক ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করেছে। বিশেষ করে অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসের স্থলে নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলনের ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বলেন, এটি ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর চাপ সৃষ্টির একটি দীর্ঘমেয়াদী প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী আদর্শের প্রভাব। বিভিন্ন ঐতিহাসিক মসজিদ অপবিত্র বা ধ্বংসের হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মুসলিম ও সংখ্যালঘুদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা নেওয়ার নির্দেশ দেন। পাকিস্তান ভারতের সরকারকেও সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উপাসনালয় রক্ষা করার আহ্বান জানিয়েছে।
বাবরি মসজিদ ছিল শতাব্দী প্রাচীন উপাসনালয়। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী জনতার হাতে এটি ধ্বংস হয় এবং পরবর্তী বিচার প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেওয়া হয়। ভাঙা মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়াকে পাকিস্তান সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মন্দিরের শীর্ষে পতাকা উত্তোলন করেছেন, যা নির্মাণকাজের আনুষ্ঠানিক সমাপ্তি বোঝায়।