সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাঈদ আল নোমানের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পাট শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় গুণীজন ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পাশাপাশি দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনাও করা হয়।
অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নয়, সমগ্র জাতির প্রত্যাশা।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।