
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তর সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন বেড়ে চলেছে। ভোরের আলো ফোটার আগেই বইছে কনকনে হাওয়া, বাতাসে জমে থাকে অতিরিক্ত আর্দ্রতা, যা মানুষকে কাঁপিয়ে তুলছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত কয়েকদিনে দিনের উজ্জ্বল রোদ ও রাতের তীব্র শীতের কারণে তাপমাত্রার বড় পার্থক্য স্থানীয়দের ভোগান্তি বাড়াচ্ছে।
ময়দানদিঘী এলাকার ব্যবসায়ী মখলেছুর রহমান বলেন, “ভোরবেলা দোকান খুলতেই হাত-পা জমে আসে। লোকজন সকাল সকাল খুব বের হয় না, ব্যবসায়ও প্রভাব পড়ছে।” রিকশাচালক জাহাঙ্গীর হোসেন বলেন, “ভোর থেকে কামাই কমে গেছে। তবুও কাজ করতে হয়, তাই মোটা কাপড় পড়ে রিকশা চালাই।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত নামতে শুরু করেছে এবং ডিসেম্বরের শুরুতে শীত আরও তীব্র হবে। শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।