
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। খবরটি জানিয়েছে সামা টিভি।
পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শাহু রোডের কাজি তলাব চেকপোস্টে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে হামলা চালায়।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) খান জেব খান জানান, পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেছেন। মুখোমুখি সংঘর্ষ চলাকালীন সন্ত্রাসীরা অতিরিক্ত গুলি ছোড়ে, যা দীর্ঘসময় ধরে বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ডিপিও’র নেতৃত্বে অভিযানে অংশ নেয়।
এই হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে পরিচিত দুইজন হলেন—এলএইচসি ওহিদ শাহ এবং কনস্টেবল আবদুল সমাদ। নিহত তৃতীয় পুলিশের পরিচয় এখনও জানা যায়নি।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়াইল আফরিদি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে শান্তি বিঘ্নিত করার ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। এমন হামলা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দিতে পারবে না।”
তিনি আরও জানান, শত্রুদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারকে প্রাদেশিক সরকার পূর্ণ সহায়তা প্রদান করছে।