চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শফিউল আলমের সমর্থনে বৃহৎ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ নভেম্বর (শুক্রবার) আসরের নামাজের পর ৪১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ গণমিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব হানিফ মোল্লা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪১ নম্বর জনসাধারণের উদ্যাগে গণমিছিলটি আয়োজন করা হয়।
মিছিল শুরু হওয়ার আগে আসরের নামাজের পর স্থানীয় মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পতাকা, ব্যানার ও দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে সমর্থকরা মিছিলকে প্রাণবন্ত করে তোলেন।
গণমিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আলহাজ্ব শফিউল আলম। তার সঙ্গে উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হানিফ মোল্লা, পতেঙ্গা থানা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ সেলিম, ৪০ ও ৪১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ।
মিছিলটি পতেঙ্গা চড়িহালদার মোড় থেকে যাত্রা শুরু করে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। পথে পথেই বিভিন্ন বয়সী মানুষ মিছিলে যোগ দেন। এলাকাবাসীর অনেকে রাস্তায় দাঁড়িয়ে মিছিল পর্যবেক্ষণ করেন এবং কেউ কেউ সমাবেশে অংশ নেন।মিছিলটি শেষ হয় পতেঙ্গা নিজাম মার্কেট এলাকায়।
এসময় সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন হওয়ায় প্রশান্তি প্রকাশ করেন প্রার্থী শফিউল আলম
গণমিছিল মূলত প্রার্থীকে সাধারণ মানুষের মাঝে পরিচিত করা, নির্বাচনী প্রেক্ষাপটে সমর্থন জোরদার করা এবং এলাকায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখা উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আয়োজকরা।