চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ৪১ ওয়ার্ডে স্মার্ট সড়কবাতি এবং এআইভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নগরকে ডিজিটাল, নিরাপদ এবং পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলা হবে।
প্রকল্পের নাম রাখা হয়েছে ‘স্মার্ট লাইটিং (সোলার/নন-সোলার) উইথ এআই বেইসড সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেফ সিটি’।
কমিটি গঠন ও দায়িত্ব:
ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রস্তুতির জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ নভেম্বর চসিক সচিব মো. আশরাফুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির দায়িত্ব:
কমিটির সদস্যরা:
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন জানান, প্রায় ৮০ শতাংশ রোড তালিকা প্রস্তুত। প্রথমে প্রধান সড়কগুলো কভার করা হবে, পরে ধাপে ধাপে লেন ও বাইলেনও আচ্ছাদিত হবে।
প্রকল্পের লক্ষ্য ও উপকারিতা:
চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল বলেন, পূর্বে ইন্ডিয়ান এক্সিম ব্যাংকের সঙ্গে একটি সড়কবাতি প্রকল্প থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এবার নতুনভাবে নগরের আধুনিক নজরদারি ও স্মার্ট লাইটিং ব্যবস্থা চালু করা হবে।
প্রকল্পটি শহরের নিরাপত্তা এবং নাগরিক সুবিধার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে:
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমাদের লক্ষ্য পরিবেশবান্ধব ও নিরাপদ নগর গড়া। সোলার লাইট বিদ্যুৎ সাশ্রয় করবে এবং পরিবেশ দূষণ কমাবে। এআইভিত্তিক সিসিটিভি নগরের নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকায়ন করবে।”
এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম হবে একটি স্মার্ট, নিরাপদ ও পরিবেশবান্ধব শহর, যা নাগরিকদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে।